আগামী নির্বাচনেও জাতীয় পার্টির (জাপা) সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাবেÑআওয়ামী লীগ নেতাদের এমন আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি এবার এককভাবে ক্ষমতায় যাবে। এরশাদের মতে দেশের মানুষের নিরাপত্তার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে আওয়ামী লীগ সরকার ব্যর্থ।আর জাপা সিনিয়র কো চেয়ারম্যান বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ দেশের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২৫ হাজার করার দাবি জানিয়েছেন।জাপা চেয়ারম্যানকে নিয়ে আওয়ামী নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায়। ভবিষ্যতে এমনটি হবে না বলেও জানান তিনি।

আগামী নির্বাচনের জন্য দলের নেতা কর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান।এতে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দেশে শ্রমিকদের অধিকার রক্ষায় জাতীয় পার্টি সরকারের ভূমিকা তুলে ধরেন তারা। আগামীতেও শ্রমিকদের অধিকার বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। নেতারা শ্রমিকদের মজুরি বাড়ানোর আহ্বান জানান।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি শ্রমজীবী মানুষের কল্যাণে আগামী দিনে শ্রমিক বান্ধব সরকার গঠন করবে।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তৈরী পোষাক শিল্পের শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করে, কিš‘ কেউ খবর রাখেনা কাজ শেষে শ্রমিকরা কোথায় থাকে, কিভাবে থাকেন। তাই আগামী দিনে শ্রমজীবী মানুষের কল্যাণে জাতীয় পার্টি কাজ করবে মহান মে দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।