জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে প্রধান ফটক অবরুদ্ধ করে ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রধান ফটকের তালা খুলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলেও শিক্ষার্থীরা ফটকের সামনেই অবস্থান নিয়ে থাকেন।

পরে সকাল ১০টায় বিশ্বদ্যিালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ আবদুল বাকী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে উপাচার্যের সঙ্গে মিটিং করে তাদের দাবি উপস্থাপনের জন্য বলেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী দীপ বিজয় ছাত্রকল্যাণ পরিচালককে জানান, এক মাত্র নাসির স্যারকে স্বপদে ফেরার ঘোষণা দিয়ে ১০ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। একই দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। সেদিন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে।