ভারতের বিভিন্ন জায়গায় ধূলিঝড়ে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজস্থানে ২৭ জন ও উত্তর প্রদেশে ধূলি ঝড়সহ ভারি বৃষ্টিতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক রাজধানী আগ্রাতেই মারা গেছে ৩৬ জন। আহত হয়েছেন শতাধিক। ভারী বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ভূমিধ্বসও হয়েছে। এদিকে, রাজস্থানে ধূলিঝড়ে আলোয়ার, ভরতপুর ও ধোলপুর জেলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

বুধবার গভীর রাতে ঝড় হওয়ায় বেশি মানুষ হতাহত হয় বলে জানিয়েছে গণমাধ্যম। ঝড়ে বহু গাছ-পালা উপড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে অনেক এলাকা। ভয়াবহ এ তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতার নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।