নওগাঁয় ভটভুটির ধাক্কায় মটরসাইকেল আরোহীর তিন বব্ধু আহত হলে নিলয় নামের এক স্কুল ছাত্রের অবশেষে মৃত্যু হয়েছে ।
জানা যায়, নওগাঁ শহরের বাইপাস ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনায় আহত তার দুই বন্ধুর অবস্থাও ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় পড়ে। নিহত নিলয় (১৪) শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে। সে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

আহত রাকিব হোসেন (১৫) ও সাদমান হোসেনের (১৫) বাসাও ওই এলাকায় বলে জানিয়েছে পুলিশ। পরিদর্শক আনোয়ার বলেন, ছুটির দিন তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। বাইপাস ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাদের ধাক্কা দিলে নিলয়ের ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। অন্য দুইজনও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহী পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে নিলয়ের মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় আহত রাকিব ও সাদমানকেও পরে রাজশাহী পাঠানো হয় বলে তিনি জানান। দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, মোটরসাইকেল ও ভটভটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।