বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে চার ব্যক্তির হাত বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করেন তারা।নিহতদের মধ্যে দুইজনের দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার আটমূল ইউনিয়নের কাঠগাড়া চকপাড়া গ্রামের পান বিক্রেতা শাহাবুল ইসলাম (৩৩) ও একই গ্রামের রং মিস্ত্রি জাকারিয়া (৩০)।

নিহত শাহাবুলের ছোট ভাই জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার সকালে তার ভাই বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে সে বাসায় ফোন করে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা জানালেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ডাবইর গ্রামের জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা; হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এ হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।পাশাপাশি ওই চারজনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে কি না- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চারজনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।