বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামে চাঞ্চল্যকর ৪ খুন মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার সহ খুনীদের চিহ্নিত করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল শেখ নামে এক যুবক সরাসরি জবাই করায় অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার হওয়া অন্য ২ জন হলো আবুল কালাম ও মোঃ রুবেল। রবিবার রাত ও সোম সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপারে কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ আলী আশরাফ আসামীদের চিহ্নিত ও তাদের তথ্যানুযায়ি হত্যাকান্ডের বিস্তারিত বর্ননা দিয়ে বলেন, মাদক সংক্রান্ত ৬ হাজার পাওনা টাকার বিরোধ নিয়ে এই নৃশংস হত্যাকান্ড ঘটে। গ্রেফতারকৃতরা জানিয়েছে ২ জনকে হত্যার কথা থাকলেও অন্য ২ জন তাদের দেখে ফেলায় একই ভাবে তাদের জবাই করা হয়। কিলিং মিশনে মোট ৯ জন অংশ নিয়েছিলো। তাদের সকলকে চিহ্নিত করা হয়েছে।উল্লেখ্য গত ৭ মে সকালে আটমুল ইউনিয়নের সাবরুল, জাকারিয়া এবং পাশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার হেলাল ও খবিরের জবাই করা লাশ ডাবুইর গ্রামের ধানক্ষেত থেকে পাওয়া যায়। ৬ মে দিবাগত রাতে তাদের হাত বেঁধে জবাই করে নৃশংস ভাবে হত্যা করে খুনীরা।পুলিশ জানায় গ্রেফতারকৃত ৩ জনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে।