খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২২ নং ওয়ার্ডের ১৭৯ নং খুলনা জেলা স্কুল কেন্দ্রে দুপুরে ভোটার এবং বিএনপির এজেন্টদের পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুর পৌঁনে একটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রে ৮টি বুথের কোনোটির সামনেই ভোটার নেই। কিছুক্ষণ পর পর দুই একজন ভোটারকে আসতে দেখা যায়। নাসিমা আক্তার নামে এক ভোটার অভিযোগ করেন, তার ভোটটি আগেই কেউ একজন দিয়ে দিয়েছে। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৩৮ জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিয়ার রহমান জানান, ৮টি বুথের মধ্যে ৬ নং বুথে সকাল নয়টা ৫০ মিনিটের দিকে বিএনপির একজন এজেন্ট দিলেও ১০টা ৫০ দিকে তিনি চলে যান। বেলা পৌঁনে ১টার দিকে ৩০ শতাংশ ভোট পড়ে। ভোটার উপস্থিতি কম -এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার বলেন, ‘ভোটাররা না আসলে কি করার আছে। কেন্দ্রের বাইরে নৌকা সমর্থকদের উপস্থিত দেখা যায়। পাশের ১৮০ নং কেন্দ্রেরও প্রায় একই চিত্র।’