রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের মিথ্যাচারে অবাক হয়েছে ইউনেস্কো। সংস্থাটি রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের আপত্তি প্রত্যাহার করেনি।শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সুলতানা কামাল। তিনি বলেন, সরকার অনেক তদবির করে ইউনেস্কোর প্রতিবেদন থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র শব্দটি বাদ দিয়েছে। কিন্ত কোন ভারী শিল্প কারখানা সেখানে করবেনা বলেও প্রতিশ্রতি দিয়ে আসছে। তবে দেশে ফিরে, সরকার যে দাবি করেছে তা সম্পূর্ন মিথ্যা।ইউনেস্কো, রামসার মত আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলো এ বিষয়ে সরকারের কাছে বারবার চিঠি দিয়েও কোনো জবাব পাচ্ছে না বলে জানান সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির এ আহবায়ক।