অতিরিক্ত মূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে সুপার শপ স্বপ্নের বনানী শাখাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমান আদালত। আজ রোববার দুপুরে অভিযান শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধ স্বীকার করেছে স্বপ্ন কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।