রাশিয়ায় সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেছেন। রাশিয়ার স্থানীয় সময় সোমবার এক অনানুষ্ঠানিক সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাদের দুইজনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুটি গুরুত্ব পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। সেখানে তারা রাশিয়ার সব অঞ্চল থেকে আসা মেধাবী তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। রুশ প্রেসিডেন্ট পুতিন সোচিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়ে বলেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে।