কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার আজ টেকনাফের লেদা ও উনচিপ্রাং এলাকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা থাকলেও তার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। সকালেই তিনি ইনানীর হোটেল রয়েল টিউলিপ থেকে বের হয়ে মেরিন ড্রাইভ ধরে টেকনাফের সাবরাং এলাকা পরিদর্শনে যান। ওই পথ দিয়েই সবচেয়ে বেশী রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

সেখানে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন। পরে টেকনাফ থেকে উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেও তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে তার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে প্রিয়াঙ্কাকে দেখতে উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগণও ভিড় জমান।