সারাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। মাদকের কবল থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদকের ‘শিকড় উপড়ে ফেলতে’ সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলছে সিলেটেও। মাদকের বিরুদ্ধে সিলেটে অ্যাকশন চালাচ্ছে র‌্যাব ও পুলিশ। জানা যায়, গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মাদকের ‘শিকড় উপড়ে ফেলার’ ঘোষণা দেন। এরপর থেকে র‌্যাব মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে।

একইসাথে সিলেটেও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে র‌্যাব। গত কয়েকদিনে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলেটে ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, পুলিশও মাদকবিরোধী অভিযানে বিশেষ নজর দিয়েছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিতই অভিযান চালাচ্ছে। অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী গ্রেফতার হচ্ছে, মাদক জব্দ করা হচ্ছে।’

Ahmed Sulayman