জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৫৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন কলেজে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, সারা দেশে ১ হাজার ৭২১টি কলেজের ৬৯১টি কেন্দ্রে থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত, মান উন্নয়নসহ) শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন উত্তীর্ণ হয়েছেন।