রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে মাদকবিরোধী অভিযান চলছে। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় এই অভিযান। মহাখালীর অভিযানে ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছে। আর কমলাপুরের টিটি পাড়ায় অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সর্বশেষ শনিবার রাত ১১টা পর্যন্ত মহাখালী ও কমলাপুর থেকে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। ৩০ হাজার পিস ইয়াবা ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। তিনি আরও বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন।

অভিযানে এক হাজার করে মোট দুই হাজার পুলিশ সদস্য নিয়ে চালানো হয় মাদকবিরোধী অভিযান। দুই বস্তির অভিযানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, ডগ স্কোয়াড, রায়ট কার, সোয়াট সদস্যরাও যোগ দেন।