প্রায় ৭০ শতাংশ সন্তান প্রসব হয় বেসরকারি হাসপাতালে যা নিরাপদ মাতৃত্বের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক। অপ্রয়োজনীয় সিজার বন্ধ করার তাগিদ দিয়ে প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। সিজার করা থেকে বিরত থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।

রোববার দুপুরে সচিবালয়ে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন করতে উদ্যোগ নেয়া হচ্ছে। দেশে ২০/৩০ শতাংশ ডেলিভারি হয় সরকারি হাসপাতালে— তার মধ্যে ১৫% হয়ে থাকে নিরাপদ সরকার চায়, সব সন্তানই নিরাপদ ও নরমাল ডেলিভারিতে প্রসব হোক। সেজন্য ৩ হাজার মিডওয়াইফ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এখন বাল্যবিয়ে রোধ, পুষ্টিহীনতা দুর করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ এ কথা উল্লখ করে মন্ত্রী আরও বলেন, বাল্যবিয়ে রোধ করা গেলে মাতৃমৃত্যুর হার কমে আসবে। সন্তান জন্মদানও নিরাপদ হবে।