বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের ২৮-৩১ মে ২০১৮ ফসলের বালাই ব্যবস্থাপনার উপর ০৪ (চার) দিন ব্যাপি সার্ক ভূক্ত দেশ সমূহের বিজ্ঞানী এবং সম্প্রসারণ কর্মীদের সমন্বয়ে একটি আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান আজ সকালে বিএআরআই এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই এর পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান, সার্ক এগ্রিকালচার সেন্টার (ঝঅঈ), ঢাকা এর পরিচালক ড. এস. এম. বখতিয়ার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. পরিতোষ কুমার মালাকার এবং প্রশিক্ষনটির সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন বিএআরআই এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সৈয়দ নূরুল আলম।