ইংরেজি দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, ‘শুক্রবার রাত থেকে দ্য ডেইলি স্টারের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে অসংখ্য পাঠক আমাদের জানিয়েছেন। আমরা খতিয়ে দেখতে পাই রহস্যজনক ভাবে কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে আমাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না।

ওয়েবসাইট ব্লক থাকার কারণ জানতে চেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো উত্তর পাওয়া যায়নি। সাময়িক অসুবিধার জন্য পাঠকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই সময়ে কেউ চাইলে বিকল্প প্রক্সি ব্যবহার করে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।’

শনিবার দুপুরে ডেইলি স্টারের ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।