গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আগ্নেয়গিরিটি থেকে কালো ধোঁয়া ও ছাই উড়তে দেখা যায়। আকাশে ছাইয়ের কারণে রাজধানীর লা অরোরা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানায়, লাভার নদী এল রোডেও গ্রামে আঘাত করে। ফলে ঘরবাড়ি ও এর ভেতরে থাকা লোকজন দগ্ধ হয়।