‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ এ শ্লোগানকে সামনে রেখে ঈদ উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করল বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। আজ (৫ জুন’১৮ মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে ঈদবস্ত্র বিতরণ করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) এর সভাপতি মোঃ আছাদুজ্জমান মিয়া বিপিএম (বার), পিপিএম। এ সময় (বিপিএসএ) সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম, পিপিএমসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, ‘আপনারা শুধু মনে করেন পুলিশ আসামি ধরে, এটা ঠিক না। আমরা আপনাদের মত মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহাড়া দেই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ডিএমপি ঈদে, শীতে ও যেকোন দূর্যোগে আপনাদের পাশে থাকে। আপনাদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ঈদে নতুন কাপড় পড়বে সবাই এই চিন্তা করেই আমরা প্রতিবছর ঈদে আপনাদের পাশে দাঁড়ায়।’

মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে আহবান জানিয়ে কমিশনার বলেন, ‘মাদক সমাজে ভায়াবহ ক্যান্সারে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে সফল হতে হলে অতীতের ন্যায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের কোন খবর জানা থাকলে পুলিশকে জানাবেন। মাদক ব্যবসায়ী সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরীতে সকল মাদকের আখড়া ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। ধরা পড়ছে মাদক ব্যবসায়ী। সেই সাথে উদ্ধার হচ্ছে উল্লেখযোগ্য মাদকদ্রব্য। আসুন সবাই মিলে জঙ্গিবাদের মত মাদককে দমন করি।’

এ সময় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১২ শত নতুন ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি, ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।