ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন কোচ আসবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ হওয়ার খবরটি এখনও ঝুলে রয়েছে। তবে আগামী শুক্রবার সাকিব-তামিমদের কোচ হতে সাক্ষাৎকার দিতে আসছেন ইংল্যান্ডের স্টিভ রোডস।চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকে কোচ খুঁজছে বিসিবি। নিজেরা ব্যর্থ হয়ে কোচ খোঁজার দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনকে। তার পরামর্শেই বাংলাদেশে আসছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান স্টিভ রোডস।

বিসিবি আগামী ১৫ জুনের মধ্যে প্রধান কোচ নিয়োগ দিতে চায়। এর আগে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা হলেও তারা বাংলাদেশে দায়িত্ব পালন করতে রাজি হননি। এবার অবশ্য সেই সম্ভাবনা কমই বলা যায়। কারণ রোডসের সম্মতি নিয়েই বিসিবির কাছে তার নাম প্রস্তাব করেছেন কারস্টেন।আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোডসের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। সাক্ষাৎকারে নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করার কথা রোডসের। মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, স্টিভ রোডস সংক্ষিপ্ত তালিকায় আছেন। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে বোর্ডের সঙ্গে দেখা করবেন। এর আগে পাইবাস-ফিল সিমন্স এসেছিলেন। এরই ধারাবাহিকতায় রোডস এসে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। আমরা তার কাছে আগামী ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানতে চাইবো।২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। সেই চিন্তা থেকে স্টিভ রোডসকে আনার কথা ভাবছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে কয়েকজন কোচের সঙ্গে কথা বলে নাম এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি আমরা। যে কয়জন কোচ পাওয়া গেছে তাদের মধ্যে তিনি (রোডস) বেশ অভিজ্ঞ। তার অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে, তাই আমরা মনে করি ইংল্যান্ড বা ওই ধরনের কন্ডিশনে অভিজ্ঞ কাউকে সম্পৃক্ত করা গেলে ক্রিকেটারদের বাড়তি সুবিধা হবে।স্টিভ রোডসও বিসিবির সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। ক্রিকইনফোকে তিনি জানান, ‘আমার সঙ্গে তাদের (বিসিবি) কথা হয়েছে। মর্যাদাপূর্ণ ভূমিকার কারণেই আমি সেখানে কাজ করতে আগ্রহী। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তাই এখনই এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ না করাই ভালো।ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন স্টিভ রোডস। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা আছে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০১০ সালে কাউন্টি দল ওরস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব। সেসময় রোডস দলটির ডিরেক্টর অব ক্রিকেট পদে ছিলেন। টম মুডি দায়িত্ব ছাড়ার পর ২০০৫ সালের মে মাসে ওরস্টারশায়ারের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। এরপর ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন ক্লাবের ক্রিকেট ডিরেক্টর। যদিও এক অপ্রীতিকর ঘটনায় ওরস্টারশায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।সব কিছু ঠিক থাকলে স্টিভ রোডসের অধীনেই এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হতে পারেন সাকিব-তামিমরা!