বিশ্বকাপের আগে ব্রাজিল দলে চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা দিন দিন বড় হচ্ছে। সবশেষ বৃহস্পতিবার অনুশীলনের সময় গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিডফিল্ডার ফ্রেদ।চোটের মাত্রা বুঝতে স্ক্যানের প্রয়োজন হতে পারে বলে ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই ইউক্রেনের শাখতার দোনেৎস্ক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার ব্যাপারে মতৈক্যে পৌঁছান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। শেষ মুহূর্তে পাওয়া এই চোটে শঙ্কায় পড়তে পারে ফ্রেদের বিশ্বকাপ স্বপ্ন। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণ করা হবে।আজ (বৃহস্পতিবার) ফ্রেদ গোড়ালিতে চোট পেয়েছেন। কিন্তু এখনই এ নিয়ে কোনো কিছু বলা খুব দ্রুত হয়ে যায়। আগামীকাল কি ঘটে আমরা পর্যবেক্ষণ করব এবং তারপর সিদ্ধান্ত নেব কোন পরীক্ষা করার প্রয়োজন আছে কি-না।এই মুহূর্তে ব্রাজিল দলে চোটের তালিকা বেশ লম্বা। রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছিলেন না উইঙ্গার কস্তা ও মিডফিল্ডার রেনাতো। সমস্যা আছে স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও রাউট-ব্যাক ফাগনারেরও।আগামী রোববার বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তিতের দল।বিশ্বকাপে ‘ই’ গ্র“পে ব্রাজিলের সঙ্গে আছে সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের চ্যাম্পিনরা।