রাজধানীর খিলগাঁওয়ে মাদকবিরোধী অভিযানের সময় আটক এক আসামি প্রিজনভ্যানে বসে ফেসবুকে লাইভের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় দুইজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের মামলার তদন্ত কর্মকর্তা সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম সোশ্যাল মিডিয়া মনিটরিং বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম আসামি দুইজনকে হাজির করে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

আনিসুর রহমান জানান, রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মেহেদী হাছান ওরফে আলামিন (২৩) ও শামীম চৌধুরী (২৪)। নথি থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁও থেকে মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পর প্রিজনভ্যানে বসে ফেসবুক লাইভে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন কয়েকজন যুবক। পরে যাচাই-বাছাই করে মাদকের সঙ্গে সংশ্লিতা না পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ভিডিওতে হুমকি ও কটূক্তির অভিযোগে এনে ওই যুবকদের মধ্যে থেকে দুইজনকে আবার গ্রেপ্তার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরে ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

Source : NTVBD