তিন দিন পরেই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অনুষ্ঠানটির। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি এবার অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। আগামী ১৪ জুন ৩২টি দলের অংশগ্রহণে শুরু হবে ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরটি। তবে জানেন কি এই ৩২ দলে কতজন খেলোয়াড় অংশ নেবেন বিশ্বকাপে? না জানা থাকলে মনে রাখবেন ৭৩৬ জন ফুটবলার খেলবেন অর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স পর্তুগালসহ এশিয়া, ইউরোপের, আমেরিকা ও আফ্রিকার অন্যান্য দলগুলোর হয়ে।

বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাশিয়ার ১১টি শহরে। আমাদের সময় বিশ্বকাপ আয়োজনের আজ থাকছে বিশ্বকাপের জানা-অজানা কিছু দিক।

১। রাশিয়া বিশ্বকাপে উয়েফার একমাত্র দল হিসেবে কোয়ালিফায়ারে সবগুলো ম্যাচ জিতে বাছাই পর্বের বাঁধা পার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি।

২। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল দাতা রাশিয়ার ওলেগ। তিনি ক্যামরুনের বিরুদ্ধে ৯৪ বিশ্বকাপে ৫ গোল করেন।

৩। রাশিয়া বিশ্বকাপে খেলা ফুটবলারদের মাঝে সবচেয়ে বেশি গোলের রেকর্ড জার্মানির টমাস মুলার।

৪। রাশিয়া বিশ্বকাপ দেখার জন্য আইসল্যান্ডের প্রায় ৬৬ হাজার ফুটবল ভক্ত টিকেটের জন্য আবেদন করেন। সংখ্যাটি দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

৫। ২০১৪ বিশ্বকাপে পৃথিবীর অর্ধেক মানুষ খেলা দেখেছিলেন। প্রায় ৩২০ কোটি মানুষ ফিফা আয়োজিত বিশ্বকাপটি দেখেন।

৬। রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন ডলার। আর রানার্স-আপ দল পাবে ২৮ মিলিয়ন ডলার।