স্বাগতিক দেশ রাশিয়ার খুঁটিনাটি দেখে নেয়া যাক এক নজরে-
দেশ: রাশিয়া।
ফিফা র‍্যাংকিং: ৬৬।
বিশ্বকাপের গ্রুপ: ‘এ’।
বিশ্বকাপে অংশগ্রহণ: ১০টি আসরে।
প্রথম বিশ্বকাপ: ১৯৫৮।
সবশেষ বিশ্বকাপ: ১৯৬৬।
বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য: ৪র্থ স্থান, ১৯৬৬।
অলটাইম ফিফা বিশ্বকাপ র‍্যাংকিং: ১১, ৫৯।
কোচ: স্টানিস্লাভ সেরসেসভ (রাশিয়া)।
তারকা ফুটবলার: ইগর আকিনফেভ; রাশিয়ার হয়ে একশ’র বেশি ম্যাচ খেলেছেন এ গোলকিপার।। স্বদেশে বিশ্বকাপ দলের নেতৃত্বও তাঁর কাঁধেই। ক্লাব পর্যায়ে খেলেন সিএসকে মস্কোর হয়ে।

চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক:
ইগোর আকিনফিভ (বয়স- ৩২, জার্সি নম্বর- ০১)
ভ্লাদিমির গাবুলভ (বয়স- ৩৪, জার্সি নম্বর- ২০)
আন্দ্রে লুনেভ (বয়স- ২৬, জার্সি নম্বর- ১২)

রক্ষণভাগ:
ভ্লাদিমির গ্রানাত (বয়স- ৩১, জার্সি নম্বর- ১৪)
ফেদর কুদরিয়াসভ (বয়স- ৩১, জার্সি নম্বর- ১৩)
ইলিয়া কুতেপভ (বয়স- ২৪, জার্সি নম্বর- ০৩)
আন্দ্রে সেমেনভ (বয়স- ২৯, জার্সি নম্বর- ০৫)
সার্জেই ইগনাশেভিক (বয়স- ৩৮, জার্সি নম্বর- ০৪)
মারিও ফার্নান্দেস (বয়স- ২৭, জার্সি নম্বর- ০২)
ইগোর স্মলনিকভ (বয়স- ২৯, জার্সি নম্বর- ২৩)

মধ্যমাঠ:
ইউরি গ্যাজিনস্কি (বয়স- ২৮, জার্সি নম্বর- ০৮)
আলেকজান্ডার গলোভিন (বয়স- ২২, জার্সি নম্বর- ১৭)
অ্যালান জাগোয়েভ (বয়স- ২৭, জার্সি নম্বর- ০৯)
আলেকজান্ডার ইরোখিন (বয়স- ২৮, জার্সি নম্বর- ২১)
ইউরি ঝিরকভ (বয়স- ৩৪, জার্সি নম্বর- ১৮)
দালের কুজইয়ায়েভ (বয়স- ২৫, জার্সি নম্বর- ০৭)
রোমান জবনিন (বয়স- ২৪, জার্সি নম্বর- ১১)
আলেকজান্ডার সামেদভ (বয়স- ৩৩, জার্সি নম্বর- ১৯)
অ্যান্তন মিরানচুখ (বয়স- ২২, জার্সি নম্বর- ১৬)
ডেনিস চেরিশেভ (বয়স- ২৭, জার্সি নম্বর- ০৬)

আক্রমণভাগ:
আর্তেম জিউভা (বয়স- ২৯, জার্সি নম্বর- ২২)
আলেক্সি মিরানচুক (বয়স- ২২, জার্সি নম্বর- ১৫)
ফেদর স্মলভ (বয়স- ২৮, জার্সি নম্বর- ১০)