আফগানিস্তানে ঈদুল ফিতরের যুদ্ধবিরতির পর আবারও সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে সশস্ত্র তালেবানরা। বুধবার (২০ জুন) দেশটির পশ্চিম প্রদেশ বাদঘিজে এ হামলায় ৩০ সেনা নিহত হয়েছেন।

বাদঘিজ প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি গত রোববার (১৭ জুন) শেষ হয়। বাদঘিজ প্রদেশ পুলিশের মুখপাত্র নাকিবুল্লাহ আমিনী ৩০ সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাদঘিজ প্রদেশের গভর্নর আবদুল গাফুর মালিকজাই সংবাদমাধ্যমকে জানান, তালেবান সদস্যরা নিরাপত্তা সদস্যদের দু’টি ঘাঁটিতে সকালে আক্রমণ করে। বাদঘিজ প্রদেশের কাউন্সিলর আবদুল আজিজ বেক জানান, বালার্মঘাব জেলার একটি ঘাঁটিতেও তালেবানরা হামলা চালায়। বিভিন্ন দিক থেকে ঘিরে তালেবান সদস্যরা ঘাঁটিতে হামলা চালায়। বাদঘিজে ঘণ্টাব্যাপী যুদ্ধের পর আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হন এবং তালেবানরা ঘাঁটিটি দখল করে নেয়। তালেবান সদস্যরা বাদঘিজ জেলার বিভিন্ন চেকপোস্টে হামলা চালিয়ে চার সেনাসদস্যকে হত্যা করেছে বলেও জানান প্রদেশটির পুলিশের মুখপাত্র নাকিবুল্লাহ আমিনী।তবে এ ঘটনায় তালেবান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।