লাল কার্ড পেয়ে রেকর্ড গড়লেন ৬ নম্বর জার্সিধারী কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ। মঙ্গলবার সন্ধ্যায় জাপানের বিপক্ষে ডিবক্সের মধ্যে হাতে বল ধরার অপরাধে তাকে এ লালকার্ড দেখান স্লোভেনিয়ান রেফারি দামির স্কোমিনা। আর এই কার্ড পাওয়ার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেছেন সানচেজ।

লন্ডনভিত্তিক এক্সপ্রেস ডট কমের খবর, সানচেজ লাল কার্ড পান ম্যাচ শুরুর ১৭৬ সেকেন্ডে। সেই হিসেবে বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্বিতীয় দ্রুততম লাল কার্ড পাওয়া ফুটবলার। দ্রুততম লাল কার্ড পাওয়ার রেকর্ডটি উরুগুয়ের জোসে আলবার্তো বাতিস্তার দখলে। ১৯৮৪ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৪ সেকেন্ডের মাথায় তিনি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।