২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। ২১ জুন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বিশ্ব সঙ্গীত দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।

উদ্বোধনী আয়োজনের পর জাতীয় নাট্যশালার লবিতে পিয়ানো পরিবেশন করেন শিল্পী তিমির নন্দী এবং পাশাপাশি শিল্পীদের মিলনমেলায় অংশ নেয় বিভিন্ন শ্রেনীর শিল্পীবৃন্দ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্বে বিশিষ্ট শিল্পী মোস্তফা জামান আব্বাসী এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী শেখ সাদী খান, শাহাদাৎ হোসেন খান, গাজী আব্দুল হাকিম, শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মোঃ সোহরাব উদ্দিন।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে শিল্পী চন্দন দত্ত এর পরিচালনায় সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশ যন্ত্রশিল্পী ফোরাম, একক বেহালা পরিবেশন করেন-শিল্পী রূপসী মমতাজ, সমবেত সংগীত পরিবেশন করেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল, শিশু একাডেমি ও সরকারী সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীরা। ব্যান্ড সংগীত পরিবেশন করেন-জলের গান ও গান পাগল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আনিকা ফারিহা।