বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট (ব্রি)-এর ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে এক কর্মশালা বৃহস্পতিবার সকালে এবং হাইব্রিড ধান গবেষণা দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা বিকেলে ইনস্টিটিউটের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উভয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। ব্রি-র মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্রি-র পরিচালক (প্রশাসক ও সাধারণ পরিচর্যা) ড. মো: আনছার আলী, পরিচালক (গবেষনা) ড. তমাললতা আদিত্য, কৃষি মন্ত্রনালয়ের উপ-প্রধান মো: মাহবুবুল হক পাটোয়ারী। কর্মশালা দুটিতে পাওয়ার প্ল্যান্ট উপস্থাপন করেন যথাক্রমে প্রকল্প পরিচালক ড. মো: হুমায়ূন কবীর ও ড. মো: জামিল হাসান। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১২০ জন বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তা অংশ গ্রহণ করেন।