এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ৪র্থ দিনে গড়ালো। রাজধানীর প্রেস ক্লাবে ২৫শে জুন শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ৭০ জন শিক্ষক অসুস্থ হয়েছে বলে জানান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়। শিক্ষকদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করলেও বিনা বেতনে তারা পাঠ দান করে আসছেন। যার কারণে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে জানান তারা। দেশের ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ হাজার শিক্ষক এমপিও ভুক্তির দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে।