যশোরে দুই পাইলটসহ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এখনও পাইলটদের কোনও খবর পাওয়া যায়নি।রোববার রাতে বিধ্বস্ত হয়ে বিমানটি যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া ও রাতে বিমানটি বিধ্বস্ত হওয়ায় এর প্রকৃত অবস্থান এখনও জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। এদিকে বিমান বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এই ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।