বিশ্বখ্যাত ব্যান্ডদল বনি এম। সত্তর দশকের সাড়া জাগানো এ দলটি প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছে। আগামী ১৩ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বনি এম লাইভ ইন ঢাকা’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবে দলটি। সম্প্রতি কনসার্টের আয়োজক সংস্থা ক্রেইন্স এমনটিই জানিয়েছে। দর্শনীর বিনিময়ে কনসার্টটি ঢাকার দর্শকরা উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত ‘বনি এম’-এর আটটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশিত হয়েছিল ১৯৭৬ সালে। দলটির সর্বশেষ অ্যালবাম ‘আই ডান্স’ ১৯৮৫ সালে প্রকাশ পায়। ব্যান্ডের লাইনআপে বর্তমানে চারজন সদস্য রয়েছেন। এর মধ্যে তিনজনই নারী। বর্তমানে দলের প্রধান হচ্ছেন লীজ মিশেল।