প্রসুতি মায়ের মৃত্যুর কারণে খুলনার পাইকগাছা ও কয়রার দুটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক পাইকগাছার নূরজাহান মেমোরিয়াল ক্লিনিক ও কয়রার সাগর নার্সিং হোম এর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে। তিনি নির্দেশনায় উল্লেখ করেছেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের ওয়াচকুরুনীর স্ত্রী আনোয়ারা খাতুন (২২) গত মঙ্গলবার দুপুরে সন্তান প্রসবের জন্য কয়রার সাগর নার্সিং হোমে ভর্তি হয়।

এখানে অদক্ষ লোকদ্বারা ডেলিভারী করলে প্রসুতির একটি কণ্যা সন্তান হয়। পরবর্তীতে সন্তান প্রসবের জটিলতা দেখা দিলে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে চিকিৎসা প্রদানে ব্যর্থ হয়। এরপর রোগীর স্বজনরা প্রসুতিকে পাইকগাছার নূরজাহান মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসার অভাবে প্রসুতি আনোয়ারা খাতুনের মৃত্যু হয়। এ প্রসঙ্গে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিকের ম্যানেজার নিপুন সানা বলেন, সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে যে অভিযোগে ক্লিনিক বন্ধ রাখার কথা বলা হয়েছে অভিযোগটি সঠিক নয়। মূলত ঘটনার দিন একজন প্রসুতি রোগী মূমুর্ষ অবস্থায় আমাদের ক্লিনিকের সামনে নিয়ে এসে ভর্তির জন্য অনুরোধ করে। আমাদের কোনো ডাক্তার না থাকায় এবং রোগীর অবস্থা খারাপ হাওয়ায় আমরা তাকে ভর্তি না করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেই। তবে স্বজনদের অনুরোধে রোগীকে দুই ব্যাগ রক্তের ব্যবস্থা করি।