গাজীপুরে টঙ্গীর সাতাইশ এলাকায় সেপটিক ট্যাঙ্কে মেরামত ও পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই সহোদরসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, রংপৃর জেলার নাজিরগাও গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. ফারুক (১৮) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার কালাদহ গ্রামের শহীদুল্লাহর ছেলে আতিকুল (২৮) ও তার ভাই শাহীন আলম (২৫)।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ও টঙ্গী মডেল থানার এসআই আশরাফুল জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার ইউসুফ আলী নামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিস্কার ও মেরামত করতে যায় ওই তিন নির্মাণ শ্রমিক। সেপটিক ট্যাঙ্কটির মুখ ছোট হওয়ায় প্রথমে এক শ্রমিক তাতে প্রবেশ করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই শ্রমিক ফিরে না আসায় অপর দুই শ্রমিক পর্যায়ক্রমে সেপটিক ট্যাঙ্কে নামে। তারা সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামার সঙ্গে সঙ্গেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।