থাইল্যান্ডে পাহাড়ের গুহায় আটকেপড়া কিশোর ফুটবলের সব সদস্য ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। চূড়ান্ত উদ্ধার অভিযান শুরু করার পর টানা তিন দিন ধরে ১১ ফুটবলার ও কোচকে উদ্ধার করা হলো। খবর সিএনএন ও আল-জাজিরার।

এর আগে গত রোববার চারজনকে উদ্ধার করে ১০ ঘণ্টার জন্য অভিযানে বিরতি দেয়া হয়। সোমবার আরও চারজনকে উদ্ধার করা হয়। সবশেষ মঙ্গলবার বাকি চার কিশোর ও তাদের কোচ উদ্ধার হয়।

প্রায় ১৬ দিন আগে থাইল্যান্ডের উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ওই গুহাতে প্রবেশের পর আটকা পড়ে গিয়েছিল কিশোর ফুটবল দলটি।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। রোববারের তুলনায় সোমবার ও মঙ্গলবার উদ্ধারকাজের জন্য ডুবুরির সংখ্যা আরও বাড়ানো হয়। যদিও ১৩ জন বিদেশি এবং পাঁচজন থাই ডুবুরিই গুহা থেকে কিশোরদের বের করে আনার মূল কাজটি করছেন। মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে বাকি চার কিশোর ফুটবলারকে উদ্ধারকাজ শুরু হয়েছে। তাদের উপরে তুলে আনতে ১৯ ডুবুরি কাজ করেছেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার উদ্ধার হওয়া ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।