হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন। সৌদি আরব যাওয়ার আগে হজযাত্রীরা আশকোনার হজ ক্যাম্পে কয়েকদিন অবস্থান করেন। সেখানেই তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম, বিমানের টিকিট, বোর্ডিং কার্ড গ্রহণ এবং সৌদি রিয়াল এন্ডোর্সমেন্টসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এবার হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন যাত্রী। হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ জন।