চারদিন আগে রাজধানীর ভাসানটেক থেকে নিখোঁজ আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের স্থপতি মো. বিএমএম মাহফুজ নবীনকে (৩৭) খুলনা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনার বোয়ালখালির আবু নাসের হাসপাতালের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। নবীনের ভগ্নিপতি মো. ইমরান হোসেন  জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা নবীনকে ফেলে রেখে যায়। তিনি বলেন, ‘এ সময় তার পরনে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল। সেখান থেকে নবীন তার বড় বোনের বাড়িতে খালি পায়ে হেঁটে যান। তিনি তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এখন ট্রমা অবস্থায় আছেন। কারও সঙ্গে কোনো কথা বলছেন না।’ ইমরান হোসেন আরও বলেন, ‘নবীনের পা শেকল দিয়ে বাঁধা ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ পায়ে শেকলের চিহ্ন রয়েছে ও সেখানে ইনফেকশন হয়ে গেছে। এখন চিকিৎসক তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। আজই নবীনকে কাউন্সিলিং করা হবে।’ গত ৮ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ধামাল কোটের বাসা থেকে কলাবাগানের অফিসের উদ্দেশে রওয়ানা হন নবীন। দুপুর আড়াইটার দিকে নবীনের স্ত্রী তার মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।