ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়, জার্মানি থেকে ২০ লাখ ই- পাসপোর্ট বুকলেট ও পাসপোর্ট তৈরির যন্ত্রপাতি আমদানিসহ সহ মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। বুধবার ( ১১ জুলাই) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সব ক্রয় প্রস্তাব বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৪৮১ কোটি ৭৭ লাখ টাকা।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। এর মধ্যে আগস্টে ভারতের সেমক্রপ গায়ত্রী লিমিটেড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের সঞ্চালন লাইনে যোগ হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মে. টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় কমিটি।

এছাড়া ২০১৯ শিক্ষা বর্ষে বিনামূল্যে বই বিতরণের জন্য ১৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার বই ছাপানো, ঢাকা শহরের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগ, চট্টগ্রাম মুসলিম ইন্সটিটিউটের সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের বিভিন্ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন হয় সভায়।