স্বৈরশাসক আইয়ুব খান ও এরশাদের যেভাবে পতন হয়েছিল বর্তমান সরকারেরও তেমনিভাবে পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।আবদুল্লাহ আল নোমান বলেন,বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। তারা বাকশালপন্থায় ক্ষমতায় আছে। জনগণকে নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতা ধরে আছে। আমরা যদি অতীতের ইতিহাসের দিকে লক্ষ করি তাহলে দেখতে পাবো স্বৈরাচারী সরকার আইয়ুব খানের পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, বর্তমান বাকশাল সরকারেরও পতন হবে। দেশের জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না।
তিনি বলেন, বর্তমান দেশে যে সংকট, এ সংকট বিএনপির একার না, এ সংকট দেশের সবার। তাই এ সংকট মোকাবিলা করতে হলে দেশের জনগণকে রাস্তায় নামাতে হবে। তা না হলে আন্দোলন কখনও সফল হবে না।বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য বর্তমানে দেশের আকাশে-বাতাসে শকুনিরা উড়ছে মন্তব্য করে নোমান বলেন, দেশে বর্তমানে একদিকে বাকশাল সরকার, অন্যদিকে দেশের জনসাধারণ। এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে দেশের জনসাধারণ সবাইকে সম্মিলিতভাবে গণঐক্য তৈরি করে আন্দোলন করতে হবে। তাহলেই এর পতন হবে। বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য বর্তমানে দেশের আকাশে-বাতাসে শকুনিরা উড়ছে। এদের যেভাবেই হোক থামাতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।বিএনপির এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্রকে বর্তমান সরকার ধ্বংস করে ফেলেছে। সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর বর্তমানের যে আন্দোলন এটা শুধু বিএনপি নয়, এটা দেশের সর্বসাধারণের সবার আন্দোলন।আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক…….এবিএম মোশাররফ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার,ছাত্রদলের সহ সাধারণ সম্পাদিকা আরিফা রুমা প্রমুখ।