রাজধানীর আদাবর এলাকা থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের পর তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে মামুন হাসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘যুবশক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানামুখী অপচেষ্টা চালাচ্ছে। যাতে রাষ্ট্রীয় অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে যুবসমাজ রুখে দাঁড়াতে না পারে। সেই উদ্দেশ্যেই তরুণ যুবনেতা মামুন হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।’

অপর এক বিবৃতিতে মামুন হাসানকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, যুবদল নেতা মামুন হাসানের বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে।