অনুষ্ঠানে অতিথিরাদীর্ঘ ২৭ বছর পর আবার শুরু হচ্ছে নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’।আর এটি উৎসর্গ করা হচ্ছে প্রয়াত নায়ক মান্না, দিতি ও সোহেল চৌধুরীকে। এ তিনজনই ছিলেন এ প্রতিযোগিতার সেরা আবিষ্কার। শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পাশাপাশি এ সময় আয়োজনের লোগো উন্মোচন করা হয়।

জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। তার আগে প্রতিযোগীদের জন্য সমস্ত প্রক্রিয়াও জানিয়ে দেবে কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক ফারুক, চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর, বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজার, শাহীন কবির টুটুল, মিশা সওদাগর, খোরশেদ আলম খসরু, সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে মান্না, দিতি ও সোহেল চৌধুরী স্মরণে মিনিট নীরবতা পালন করা হয়।চতুর্থবারের মতো এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও এফডিসি। এছাড়াও সাথে আছে এশিয়ান টিভি ও অবট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজিং।‘নতুন মুখের সন্ধানে’ এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে বিএফডিসি আয়োজন করেছিল।এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা।