২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। মোট ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। অন্যান্য বারের ন্যায় এ বছরও ফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী এই ক্যাডেট কলেজটি। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন ক্যাডেটবৃন্দ হল ক্যাডেট এখলাস, মুহতাদি, রাইন, তাহমীদ, তারিক, কায়েস, ফারদিন, সামেন, অরিত্র, জুহায়ের, নাদিম, সাজিদ, তামিম, জাভেদ, আহমেদ, দাইয়ান, আসমার, ফয়সাল, মাহমুদ, আশিব, সোহান, সাদিক, নোমান, মাহফুজ, জাহিদ, আনজুম, ইশরাক, আবির, সাকিব, রাব্বি, জামী, তানজিম, মানসিফ, শাহরিয়ার, মুরসালিন, জামান, জুবায়ের, হায়দার, রিয়াদ, ইশতিয়াক, জিসান, ওয়ালি, তৌফিক, আহনাফ, মেহেরাব, রাইন, মুহতাসিম, তামজীদ, মুহিবুল¬াহ ও ক্যাডেট ইশমাম। কলেজ অধ্যক্ষ কর্ণেল মো: সাদীকুল বারী জানান, ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।