রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা এসেছে। হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স জানান, ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে আলোচনা যাতে ফলপ্রসূ হয় সে জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

পুতিনকে আমন্ত্রণ জানানোর খবর শুনে ট্রাম্পের দল রিপাবলিকান আইনপ্রণেতা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও চমকে গেছেন। এর আগে তারা জানিয়েছিলেন, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিনের সঙ্গে ট্রাম্প কী বিষয়ে আলোচনা করেছেন তা এখনো তাদের জানানো হয়নি। সূত্র: গার্ডিয়ান