আসামের মনোহারী গোল্ড চা-এর দাম এক কেজি ৩৯,০০০ টাকা। বিশ্বে কোথাও নিলামে এত দামে চা বিক্রি হয়নি বলে দাবি করেছেন গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশনের সচিব দীনেশ বিহানি। এই রেকর্ড দামে চা কিনেছে গুয়াহাটির সৌরভ টি ট্রেডার্স। দিল্লি এবং আমেদাবাদে তাদের যে মার্কেট রয়েছে, সেখানকার ক্রেতারা সব সময় আরও ভালো চা-এর খোঁজ করেন। এই মনোহারী গোল্ড চা তাদের চাহিদা মেটাবে বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

অসমের ডিব্রুগড় জেলার মনোহারী টি এস্টেট। এদের বিশেষ বুটিক কোয়ালিটি চা-এর দাম মঙ্গলবার গুয়াহাটি টি অকশন সেন্টারে উঠে যায় ৩৯,০০০ টাকায়। মনোহারী টি এস্টেটের মালিক রজন লোহিয়ার তত্ত্বাবধানে এই চা বানিয়েছেন সিকে পরাশর। হাত দিয়ে অতি যত্নে চা গাছে কুঁড়ি তুলে তারপর বিশেষ পদ্ধতি চা পাতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।