দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) টেলিযোগাযোগ সেবা। আজ বুধবার সকালে ফাইভ-জি সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে নির্দিষ্ট বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে ফাইভ-জি’র পরীক্ষামূলক সংযোগ চালু করেন জয়। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার কিছু খারাপ অভ্যাস আছে। সবাই জানেন যে আমি একজন টেকি। আমি টেকনোলজি পছন্দ করি। আমি টেকনোলজির সঙ্গে খেলা করতে পছন্দ করি।’

তিনি আরও বলেন, ‘যে খারাপ অভ্যাসগুলো আমার আছে। সেগুলো হলো যখনই নতুন টেকনোলজি ও লেটেস্ট মোবাইল আসে সেটা আমার চাই। প্রতি বছরই আমি নতুন মোবাইল কিনি। যেমন স্যামসাংয়ের নতুন ফোনে নতুন ক্যামেরা, নতুন প্রোসেসর ও বড় স্ক্রিন এটা আমার চাই।’

আর এটাকে একজন টেকির স্বভাব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘সম্প্রতি ফোর-জি চালুর সময়ই আমরা ফাইভ-জি চালু করার কথা বলেছিলাম। বাংলাদেশে ফোর-জি সেবা চালু করি। আর এখন এটা বাস্তবে রুপ নিয়েছে।’ এ সময় খুব দ্রুত উন্নতির জন্য টেলকোকে ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ জয়। পরীক্ষামূলকভাবে চালু হলেও ফাইভ-জি সেবা এখনই ভোক্তা পর্যায়ে ব্যবহার করা যাবে না। এই সংযোগ শুধু ফাইভ-জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।