পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চলাকালে কোয়েটা শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শহরের ইস্টার্ন বাইপাস এলাকার ‘স্পর্শকাতর’ নির্বাচনী আসন হিসেবে বিবেচিত এনএ-২৬০ এর তামির-ই-নাউ মডেল স্কুলের সামনে এ হামলা চালানো হয়। ওই স্কুলটিতে তখন ভোট চলছিল। বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে আরও জানানো হয়েছে।

কোয়েটার স্থানীয় প্রশাসন কর্মকর্তা হাসিম গিলযাই বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলাকারী ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেন। এরপরই তিনি আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেননি বলেও তিনি জানান। এর আগে পুলিশ জানিয়েছিল, একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। কোয়েটা পুলিশের আইজি মহসিন বাট জানান, এটি আত্মঘাতী হামলা বলে তাদের মনে হয়েছে। এ হামলায় নিহতদের মধ্যে ভোটারদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে সেখানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।