সংযুক্ত আরব আমিরাতের একটি কৌশলগত অর্থনৈতিক টার্গেটে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী।দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে গত তিন বছরেরও বেশি সময় ধরে যে আগ্রাসন চলছে তাতে আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, দেশে তৈরি ‘সামাদ-৩’ ড্রোন দিয়ে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিমানবাহিনীর মুখপাত্র আব্দুল্লাহ আল-জাফরি বলেছেন, ড্রোন হামলার ফলে আবু ধাবি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। এই প্রথম ড্রোন ব্যবহার করে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

আল-জাফরি বলেন, যেসব দেশ সৌদি আরবের সঙ্গে যোগ দিয়ে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এখন থেকে তাদের অবকাঠামোতে আঘাত হানা হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবু ধাবি বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকার একটি সরবরাহ যানে বৃহস্পতিবার বিকাল ৪টায় হামলা হয়েছে। তবে হামলায় বিমানবন্দরের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি বলে সূত্র দাবি করেছে।