ইন্দোনেশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির লোম্বক দ্বীপে এই ভূমিকম্পের আঘাতে আহত হয়েছে আরও কমপক্ষে ২৪ জন। আজ রবিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা প্রথমে ৩ জনের নিহতের খবর জানালেও পরে ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এতে এই দ্বীপের অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল সাত কিলোমিটার।

ইউএসজিএস জানিয়েছে, লোম্বকের মূল শহর মাতারাম থেকে ৫০ কিলোমিটার উত্তরপূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে।ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি জানিয়েছে, পূর্ব লোম্বকে একজন এবং উত্তর লোম্বকে দুইজনের মৃত্যু হয়। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।প্রসঙ্গত, ইন্দোনেশিয়া তথাকথিত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। তাই এই অঞ্চলে প্রায়ই কম্পন অনুভূত হয়।