তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভারতের আসামে নাগরিক পঞ্জীতে বাদ পড়া ৪০ লাখ মানুষের কেউ বাংলাদেশের নয় মন্তব্য করে বলেছেন, এটি আসাম ও ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু। ওই নাগরিক পঞ্জীতে নাম তোলার জন্য আবেদন করেছিলেন আসামের ৩ কোটি ২৯ লাখ মানুষ এবং তালিকায় প্রকাশিত হয়েছে ২ কোটি ৮৯ লাখ মানুষের নাম। ভারতীয় টিভি চ্যানেল এএনআই’কে ইনু বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের করার কিছু নেই। ঢাকার সঙ্গে ভারতের কোনো সরকারই দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে অভিবাসনের ব্যাপারে কোনো কথা বলেনি। আর আসামের ৪০ লাখ নাগরিকের ব্যাপারে বাংলাদেশের কথা বলার কিছু নেই কারন তারা বাংলাদেশি নয়। নতুন দিল্লির সঙ্গে এ ব্যাপারে কোনো বাৎচিতও হয়নি। ইনু বলেন, সম্ভবত আসামের আশেপাশের রাজ্যের বিভিন্ন মানুষ আসামের ওই তালিকা থেকে বাদ গিয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসামের ৪০ লাখ মানুষের নাগরিক পঞ্জী থেকে বাদ পড়ার বিষয়টি গৃহযুদ্ধ বাঁধাতে পারে এবং রক্তগঙ্গা বইয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বিজেপি সভাপতি অমিত শাহ মমতা এ আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন।