ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। ১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি এসে হানা দেয়। ‍বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান।

সেই রান তাড়া করতে নেমে মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে ৯.১ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে তারা। স্যামুয়েলস ২ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৬ রান করেন। রাসেল ২১ বলে ৩ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন। ৯ বলে ২ ছক্কায় অপরাজিত ১৫ রান করেন রোভম্যান পাওয়েল। বল হাতে মুস্তাফিজ দ্বিতীয় ওভারে মেইডেনসহ ২ উইকেট তুলে নেন। অপর উইকেটটি নেন রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৯৩/৩ (৯.১ ওভারে, টার্গেট ১১ ওভারে ৯১)
উইকেট পতন : ১০/১ এভিন লুইস (২), ১০/২ আন্দ্রে ফ্লেচার (৭), ৫২/৩ স্যামুয়েলস (২৬)।

স্কোর : বাংলাদেশ ১৪৩/৯ (২০ ওভার)।