দুইজন শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষামন্ত্রণালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সেই ছুটি উপেক্ষা পঞ্চম দিনের মত আন্দোলনে নামছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের ছুটি কোন কাজে আসেনি।

সকাল ১০ টায় কবি নজরুল কলেজের সামনে থেকে তাতী বাজারের দিকে প্রথম বিক্ষোভ মিছিলটি যায়। সকাল ১০টা আগে থেকেই লক্ষ্মমীবাজারের কবি নজরুল সরকারি কলেজের সামনে হাজির হতে থাকে আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়ক চাই দাবিতে কবি নজরুল কলেজের সামনে থেকে তাতি বাজারের দিকে যায় মিছিল নিয়ে। মিছিল থেকে তাদের ৯ দফা দাবির সমর্থনে নানা শ্লোগান দিচ্ছে। বেলা ১১টার পর শাহবাগ, কাকরাইল, সাইন্সল্যাব, ফার্মগেট, মিরপুর, বাড্ডা, মহাখালী এলাকায় নেমে আসেন শিক্ষার্থীরা। তারা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় চলাচল করা যানবাহনের ড্রাইভিং লাইসেন্স চেক করতে থাকে।